বরিশালের গৌরনদীতে জেলেদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগে তিনজন ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।
গত সোমবার ‘গৌরনদীতে জেলেদের খাদ্য সহায়তায় অনিয়ম!’ শিরোনামে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ত্রাণ সমন্বয় কমিটির সদস্যসচিব ইসরাত জাহান গতকাল মঙ্গলবার নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, বার্থী ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা ও শরিকল ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লাকে শোকজ করেছেন।
গৌরনদীর কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয়রা অভিযোগ করেন, করোনা সংকট মুহৃর্তেও কতিপয় ইউপি চেয়ারম্যান জেলেদের মাঝে ত্রাণের চাল বিতরণ না করে তা আত্মসাৎ করেছেন।