গৌরনদীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

অবশ্যই পরুন

বরিশালের গৌরনদী উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ার মাঝি নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৬ মে) সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের টরকি বন্দর সংলগ্ন কশবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভ্যান চালক আনোয়ার গৌরনদী উপজেলায়র কটকস্থল গ্রামের মৃত এসকান্দার মাঝির ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, বরিশাল-ঢাকা মহাসড়কে আনোয়ার তার ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

নেছারাবাদে কাচা বাজারের স্টল ঘর উদ্ধোধনে ব্যবসায়িদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নেছারাবাদে জগন্নাথকাঠি বাজারে নব নির্মিত ষ্টল ঘরের উদ্ধোধনে ইউএনও,এসিল্যান্ড সহ পাঁচশত লোকের আপ্যায়নের জন্য ব্যবসায়িদের বসার ব্যবস্থা...