নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সকাল সাড়ে ছয়টায় শহীদদের বেদিতে পুষ্পঅর্পণের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করেন উপজেলা প্রশাসন। এরপর সকাল সাড়ে আটটায় গৌরনদী সরকারী পাইলট মাঠে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের নানান কর্মসূচীর উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সহকারী কমিশনার ফারিহা তানজিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়িা আফরোজ হেলেন, ওসি তদন্ত মাহাবুবুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।