মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা আন্দোলনে ও ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদদের স্মরণে বরিশালের গৌরনদীতে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বার্থী ইউনিয়র মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা কমান্ড কার্যালয়ে ইউনিয়ন কমান্ডার আব্দুল হালিম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার মোতালেব খান, ডেপুটি কমান্ডার আবুল হোসেন বেগ, সাবেক সহকারী কমান্ডার আঃ ছালাম খান, বীর মুক্তিযোদ্ধা আঃ কুদ্দুছ খান, আঃ রাজ্জাক হাওলাদার প্রমুখ। শেষে ভাষা শহীদ ও ১৫ আগষ্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।