জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন, ১৭ ও ২৬ মার্চ পালনের প্রস্তুতি সভা সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, আঃ রব হাওলাদার, নুর আলম সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আঃ ছালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।