জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলেক্ষে ক্ষণগণনা কার্যক্রম উদ্ধোধন উপলক্ষে বরিশালের গৌরনদীতে নানা কর্মসুচি পালন করা হয়।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। পিঠা উৎসব মেলায় ২৫টি ষ্টল বসে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, শাহজাহান প্যাদা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।