বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সর্বস্তরের জনতা। শুরুতেই বঙ্গবন্ধুর দৌহিত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গৌরনদী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের নেতাকর্মী ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন। সকালে গৌরনদী মাহিলাড়া এলাকায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে প্রভাত ফেরিতে বর্ণাঢ্য রালী বের করা হয়।