এস,এম আবুল হোসেন,গৌরনদী প্রতিনিধিঃ
সরকারী গৌরনদী কলেজের সাবেক ছাত্র সংসদের এ জি এস ও গৌরনদী পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন বাচ্চুর উপর গৌরনদী বাসস্টান্ড সংলগ্ন গয়না ঘাট কাচা বাযারের সম্মুখে বাচ্চুর উপর সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে তার দু’পা ও এক হাত ভেঙ্গে ফেলে এতে যুবদল নেতা বাচ্চু শিকদার গুরুতর আহত হয়ে চিকিস্যাধীন রয়েছেন।