গৌরনদীতে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জন যাত্রী ও দুইটি মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

অবশ্যই পরুন

বরিশালের গৌরনদীতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে মঙ্গলবার সকালে গৌরনদী বন্দর, বাসস্ট্যান্ড ও টরকী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৯ যাত্রী ও পথচারীকে ৪ হাজার ১০০টাকা এবং অধিকন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও মনিটরিং করা হয়। এসময় বিক্রেতা কর্তৃক অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা ক্রেতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানীর সম্ভাবনা থাকায় ভোক্তা অধিকার আইনের টরকী বন্দরে দুইটি মিষ্টির দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন, গৌরনদী মডেল থানার এএসআই মোঃ আসাদুজ্জামান।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে শীতের উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৩ ডিসেম্বর...