ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল (সাউদেরখালপাড়) নামক এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শুক্রবার ভোরে আব্দুস সোবাহান বেপারী (৫৫) নামের এক মুসুল্লী নিহত হয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, ওই গ্রামের সোবাহান বেপারী নিজ বাড়ি থেকে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ জুম্মা মরহুমের নামাজা যানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।