গৌরনদীর টরকী বন্দরে ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

অবশ্যই পরুন

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন।
উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ফারিহা তানজিন জানান, টরকী বন্দরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শনী, নিত্যপ্রয়োজনী দ্রব্য অধিকমূল্য বিক্রি ও পাটজাত পন্য ব্যবহার না করায় ব্যবসায়ী তৈয়বুর রহমানকে ৩ হাজার, রাখার চন্দ্র দাসকে ৩ হাজার, রফিকুল ইসলামকে ৩ হাজার, অলিল মিয়াকে ৭ হাজার, নিরুবালী আকনকে ৩ হাজার ও হাবুল হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তিনি আরো জানান, বন্দরের অসাধু ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে গা-ঢাকা দেয়।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাকেরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বিশিষ্ট শিক্ষক বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান কাঞ্চন সিকদারের দাফন সম্পন্ন

বরিশাল প্রতিনিধি : বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়নের বিশিষ্ট শিক্ষক সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী সিকদারকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা ওসন্মান...