বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর নিদের্শে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ এক হাজার পরিবারের মাঝে বুধবার দিনব্যাপী শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের উদ্যোগে ৯টি স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক ও পৌর কাউন্সিলর সেলিনা আক্তার, ইউপি সদস্য করিম লস্কর, রানা হাওলাদারসহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।