গৌরনদীর সরিকলে ১৯শ পরিবার পাবে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

অবশ্যই পরুন

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ১৯ শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া খাদ্য সহায়তা কর্মসূচীর উদ্বোধণ করা হয়েছে।
রবিবার বেলা এগারটায় ইউনিয়নের আধুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আধুনা গ্রামের ২১০ জন দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধণ করেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মামুন মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেজবা উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা প্রমুখ। একইদিন ওই গ্রামে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র ব্যক্তিগত অর্থায়নের খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিরা।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম। সোমবার...