গৌরনদী উপজেলায় বহিষ্কৃত নেতাকর্মীরা অর্থের বিনিময়ে পুনরায় পদ লাভের অভিযোগ

অবশ্যই পরুন

গৌরনদী উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে পুনরায় দলে পদ পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

৫ আগস্টের পর গৌরনদী এবং আগৈলঝাড়া এলাকায় দখলদারিত্ব এবং চাঁদাবাজির ঘটনা আরও তীব্র আকার ধারণ করেছে। গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এসএম জাকির শরীফ, সদস্য নাজমুল হাসান মিঠু, ফরহাদ শরীফ এবং এসএম সজীব শরীফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলাভঙ্গ, দখলদারিত্ব ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। তবে অভিযোগ রয়েছে, বহিষ্কারের পরও তারা আর্থিক লেনদেনের মাধ্যমে পদে পুনঃনিযুক্ত হচ্ছে।

 

বহিষ্কৃত বি এন পির কর্মী এসএম সজীব তার ফেইসবুক স্ট্যাটাস

বহিষ্কৃত বিএনপি কর্মী এসএম সজীবকে গৌরনদী উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সিনিয়র সহ-সভাপতি পদে নিয়োগ দেওয়ায় সাবেক সংসদ সদস্য এমপি এম জহির উদ্দিন স্বপনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এ ধরনের কার্যকলাপ দলীয় শৃঙ্খলা ও নীতিমালার উপর প্রশ্ন তুলছে এবং সাধারণ কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মী এবং জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

দলীয় নেতৃবৃন্দ এ অভিযোগের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেবেন বলে জানা গেছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও উঠেছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম। সোমবার...