পটুয়াখালীর গলাচিপায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (৪ মে) গলাচিপা থানায় এ মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী ছাত্রীর বাবা ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মজিবর গাজী (৫০) গলাচিপার জয়মানিক গ্রামের মৃত আতাহার গাজীর ছেলে। গত ২৯ এপ্রিল (বুধবার) সকালে মেয়ের বাবা- মা জমিতে মরিচ তুলতে গেলে পাশের বাড়ির মজিবর মেয়েটিকে একলা পেয়ে ঘরে ঢুকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা আসলে মজিবর পালিয়ে যান।
মেয়ের বাবা বলেন, ‘এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হলেও কোনো মীমাংসা না হওয়ায় সোমবার আমি বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করি।’
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে এবং মামলা পরবর্তী সব রকম কার্যক্রম সম্পন্ন করেছি। আসামি গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।