ভোলার চরফ্যাশন উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে রোববার (২৬ এপ্রিল) দুপুরে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। তার বাড়ি চরফ্যাশনের আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, ওই নারীর সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট রবিবার সকালে চরফ্যাশন শহরে ডাক্তার হাসান মাহামুদের কাছে যান। কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করে ফেরার পথেই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মারা যাওয়া ওই নারীর স্বামী কিছুদিন আগে চট্টগ্রাম থেকে বাড়ি আসেন। তারপরই ওই বাড়ি লকডাউন করা হয়।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানিয়েছেন, ওই নারীকে করোনা রোগীদের মতোই দাফন করা হবে।