নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। মৌসুমের শেষ সময়ে জেলেরা দিনরাত নদীতে জাল ফেলছে। ফলে জেলেপাড়ায় বেড়েছে ব্যস্ততা। চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। তবে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম।
পদ্মা-মেঘনা থেকে ধরে আনা ইলিশ বিক্রি করতে ডাকাতিয়া নদীর পাড়ে মৎস্য আড়তে ভিড়ছে জেলে নৌকা। সেখান থেকে ঝুড়িতে করে আড়তে এনে স্তূপ করছে শ্রমিকরা। এতে ব্যবসায়ী ও শ্রমিকদের হাঁকডাকে পুরোদমে সরগরম মাছঘাট। পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতারাও এখন ভিড় করছেন এই আড়তে।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতায় মুখরিত থাকে এ ইলিশের ঘাট। মা ইলিশের ডিম ছাড়া উপলক্ষে আগামী অক্টোবর মাসে শুরু হচ্ছে ২২ দিনের মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা।
পদ্মা-মেঘনার জেলে আলমগীর সৈয়াল, সোলেমান মোতাহের ও মুসা পাটোয়ারী বলেন, এখন ইলিশের ভরা মৌসুম যাচ্ছে। এই এক মাস নদীতে ইলিশ পাওয়া যাবে কিন্তু অক্টোবর মাসে ২২ দিনের নিষেধাজ্ঞা আসবে। তখন আর ইলিশসহ অন্য মাছ ধরা যাবে না। আমরা এত দিন ধারদেনা করে চলেছি। এখন দিনরাত মাছ ধরে ক্ষতি পোষাতে হবে।
জেলেরা জানান, আগের মতো আর নদীতে ইলিশ পাওয়া যায় না। এখন সারা দিনে অল্প ইলিশ পাওয়া যায়। তবে দাম বেশি পাওয়ায় পোষিয়ে নেওয়া যাচ্ছে। নদীর স্রোত ও বৃষ্টি হলে ইলিশ পাওয়া যায়। এখন নদীন পানি কমছে আর বৃষ্টিও হচ্ছে না, যার কারণে জালে কম ইলিশ ধরা পড়ে।