জনস্বাস্থ্যের পাশাপাশি বোরো বীজতলা ক্ষতির আশংকা

অবশ্যই পরুন

বসন্তের ভোর থেকে বরিশাল সহ মেঘনা অববাহিকা এলাকা ঘন কুয়াশার চাঁদরে ঢেকে থাকায় সড়ক ও নৌ যোগাযোগ কিছুটা ব্যাহত হচ্ছে। স্বাভাবিক জনজীবনও অনেকটাই বিপন্ন। সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশালের আকাশে সূর্যের দেখা মেলেনি।

তবে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিকের ৩ ডিগ্রী ওপরে, ১৭.৮ ডিগ্রী সেলসিয়াস। রোববার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ ডিগ্রী সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের প্রায় ৩ ডিগ্রী বেশী। বিভাগের পূর্বাভাসে আগামী দুদিনে সারা দেশের মত বরিশালেও তাপমাত্রার পারদ আরো কিছুটা ওপরে ওঠার কথা বলা হয়েছে।

লঘুচাপের বর্ধিতংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানের কথা জানিয়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানের কথা বলেছে আবহাওয়া বিভাগ। ফাল্গুনের শুরুতে এ ঘন কুয়াশায় বোরো বীজতলা সহ জনস্বাস্থ্যের জন্যও যথেষ্ট ঝুঁকি বৃদ্ধি করছে।

বিশেষজ্ঞ চিকিৎসক-গন শিশু ও বয়োবৃদ্ধদের ঘন কুয়াশা এড়িয়ে চলাফেরার পরামর্শ দিয়েছেন। এদিকে গত দেড়মাসে বরিশাল বিভাগের ৬ জেলার সরকারী হাসপাতালগুলোতেই নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে প্রায় আড়াই হাজার নারী ও শিশু সহ বয়োবৃদ্ধের ভর্তি হবার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যু হয়েছে দু জনের। একই সময়ে শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন আরো অন্তত সাড়ে ৮ হাজার।

তবে বিশেষজ্ঞ চিকিৎসক-গন এর অন্তত দশগুন রোগী চিকিৎসকদের তত্বাবধানে ঘরে চিকিৎসা নিয়েছে বলে মনে করছেন। ঘন কুয়াশা সহ বিরূপ আবহাওয়ায় এবার দক্ষিণাঞ্চলে এখনো বোরো ধানের কোন ক্ষতি না হলেও শীত মৌসুম জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকায় গমের উৎপাদন ব্যাহত হবার আশংকা করছেন কৃষিবীদগন।

চলতি রবি মৌসুমে দক্ষিণাঞ্চলের ১১ জেলায় প্রায় ৬০ হেক্টরে গম এখন কুশি পর্যায়ে রয়েছে। পাশাপাশি ১৮ লক্ষাধিক টন বোরো চাল ঘরে তোলার লক্ষ্যে প্রায় ৪ লাখ হেক্টরে বোরো আবাদও শেষ পর্যায়ে। তবে ঘন কুয়াশা অব্যাহত থাকলে সদ্য রোপা বোরো সহ বীজতলা ‘কোল্ড ইনজুরি’র কবলে ক্ষতির আংশকা করছেন মাঠ পর্যায়ের কৃষিবীদগন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাকেরগঞ্জে জমি দখল করে পুলিশ সদস্যর ভবন নির্মাণ,বাঁধা দেয়ায় মালিককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় জোরপূর্বক জমি দখল করে এক পুলিশ সদস্য ভবন নির্মাণ শুরু করেছেন।এতে জমির...