জমি সংক্রান্ত বিরোধ: উজিরপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত-৭

অবশ্যই পরুন

বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের ৭জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিন ধামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষই উজিরপুর মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিন ধামুরা গ্রামের সাহেব আলী হাওলাদার ও শাজাহান বিশ্বাস গংদের মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ শাজাহান বিশ্বাসের নেতৃত্বে আলমগীর বিশ্বাস, জাহাঙ্গীর বিশ্বাস, সাগর, সজীব, সৈকত ও সিয়ামসহ ১০/১২ মিলে সাহেব আলী হাওলাদারের দখলে থাকা ১৬ শতক জমি দখল করতে আসে। তখন সাহেব আলী হাওলাদার প্রতিপক্ষ শাজাহান বিশ্বাসের লোকজন সাহেব আলী হাওলাদারকে এলোপাথারীভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় সাহেব আলীর পরিবারের সদস্য ও স্বজনরা হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে তাদেরকেও মারধর করে। এতে সাহেব আলী গংদের পক্ষের মিনারা বেগম (৩৫), কহিনুর বেগম (৪০), হনুফা বেগম (২৫) আহত হয়েছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাহেব আলী হাওলাদারসহ অন্যান্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক সাহেব আলী হাওলাদারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এছাড়াও সংঘর্ষ জড়িয়ে প্রতিপক্ষেরও দুইজন আহত হয়েছে। উভয় পক্ষের মোট চারজন উজিরপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ইউপি সদস্য তানভীর আহম্মেদ ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাহেব আলী হাওলাদার ও তাদের প্রতিপক্ষ শাজাহান গংদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় ৭ দফা দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সরকার কর্তৃৃৃক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ও প্রজেক্টে দুর্নীতির বিরুদ্ধে...