জরিমানা করে আসামিকে মুক্তি, ইউএনও-ওসির বিরুদ্ধে সুয়োমোটো মামলা

অবশ্যই পরুন

ভোলার বোরাহানউদ্দিন উপজেলায় সরকারি চাল চুরির ঘটনায় দোষী ব্যক্তিকে জরিমানা করে মুক্তি দেওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) মামলা করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরিদ আলম বোরাহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বশির উদ্দিন গাজী ও ওসি এনামুল হকের বিরুদ্ধে এ মামলা (সুয়োমোটো মামলা নম্বর-০১/২০২০) করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, করোনা পরিস্থিতিতে ত্রাণের চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি ডিলার আব্দুল মান্নানকে ২৫ হাজার টাকা এবং ব্যবসায়ী সেলামতকে ১০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেন।

প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, চাল চুরির ঘটনা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারার (১) ও (২) ধারার অপরাধ, যা স্পেশাল ট্রাইব্যুনাল বিচার হতে পারে এবং এর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। একইসঙ্গে বর্ণিত ঘটনা প্যানাল কোডের ১৮৬০ এর ৩৭৯ ধারা (সর্বোচ্চ সাজা ৩ বছর কারাদণ্ড) ৪০৩ ধারা (সর্বোচ্চ সাজা ২ বছর কারাদণ্ড), ৪১১ ধারা (সর্বোচ্চ সাজা ৩ বছর কারাদণ্ড), ৪১৪ ধারাসহ (সর্বোচ্চ সাজা ৩ বছর কারাদণ্ড) আরও অন্যান্য ধারায় অপরাধ মর্মে গণ্য করা যায়। বিষয়টি দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্ত এবং স্পেশাল ট্রাইব্যুনালে বিচার হওয়ার মতো অপরাধ। কিন্তু ইউএনও (ভারপ্রাপ্ত) বশির গাজী এখতিয়ার বিহীন অর্থদণ্ড আরোপের মাধ্যমে অপরাধীকে দায়মুক্তি প্রদান করেছেন এবং রাষ্ট্রীয় আইন, ফৌজদারি বিচার কাঠামো ও বর্তমান সরকারের নীতির সুস্পষ্ট লংঘন করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়েছে।

এ অবস্থায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুয়োমোটো মামলাটি রুজু করে ২৮ এপ্রিল মোবাইলকোর্ট পরিচালনার যাবতীয় ডকুমেন্টস ও আইনানুগ ব্যাখ্যাসহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরিদ আলমের কোর্টে উপস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও একই নির্দেশনা দেওয়া হয়।

প্রসঙ্গত, বুধবার ভোলা বোরহানউদ্দিন উপজেলার কুতুবা নতুন বাজারে মো. সেলামত নামের এক ব্যবসায়ীর দোকান হতে ৯ বস্তা সরকারি চাউল উদ্ধার করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী। পরে মোবাইলকোর্টে ব্যবসায়ী সেলামতকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং সেলামত যার কাছ থেকে চাল কেনেন সেই ডিলার আ.মান্নানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

জাটকায় সয়লাব বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র

স্টাফ রিপোর্টারঃবরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র পোর্টরোড বাজারে জাটকা ইলিশে সয়লাব। বাজারের মাছ বিক্রেতারা জাটকা ইলিশ হাঁকডাক দিয়েই বিক্রি করছেন।...