জুয়া খেলতে বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

অবশ্যই পরুন

ঝালকাঠির রাজাপুরে জুয়া খেলতে বাধা দেওয়ায় মাদকাসক্ত ছেলের পিটুনিতে ইসমাইল আকন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম আহত হয়েছেন। পুলিশ ঘাতক ছেলে মাহফুজ আকনকে আটক করেছে।

রোববার (১০ মে) রাত ৮টার দিকে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে বাবা-মাকে পিটিয়ে আহত করেন মাহফুজ। সোমবার (১১ মে) সকালে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল আকনের মৃত্যু হয়।

ইসমাইল আকন ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। করোনার কারণে কারখানা বন্ধ থাকায় সম্প্রতি বাড়িতে এসেছিলেন তিনি।

রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, রোববার রাত ৮টার দিকে মাহফুজ জুয়া খেলার সরঞ্জাম নিতে ঘরে আসলে বাবা-মা দুজনেই ছেলেকে বাধা দেন। জুয়ার সরঞ্জাম ঘরের বাইরে ফেলে দেওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে বাবা-মা দুজনকেই লাঠি দিয়ে পিটিয়ে জখম করে মাহফুজ। পরে স্থানীয়রা আহত ইসমাইল আকন ও রোকেয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল আকনের মৃত্যু হয়।

ইসমাইল আকনের মৃত্যুর পর তার ছেলে মাহফুজ আকনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে শীতের উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৩ ডিসেম্বর...