ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

অবশ্যই পরুন

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে কোর্ট পুলিশের এক সদস্য (৫৮) মৃত্যুবরণ করেছেন। সোমবার সকালে কোর্ট পুলিশের ব্যারাকে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে।

কোর্ট পুলিশের পরিদর্শক আনিসুর রহমান জানান, ভোর রাতে সে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সন্দেহ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ইবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।

মৃত পুলিশ সদস্য বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের বাসিন্দা। তাকে গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাকেরগঞ্জে জমি দখল করে পুলিশ সদস্যর ভবন নির্মাণ,বাঁধা দেয়ায় মালিককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় জোরপূর্বক জমি দখল করে এক পুলিশ সদস্য ভবন নির্মাণ শুরু করেছেন।এতে জমির...