করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রণমতি গ্রামের কৃষক আবদুস ছাত্তারের এক বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক এস এম আল-আমিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কেটে দেন।
পরে সে ধান কৃষের বাড়িতেও পৌঁছে দেন তারা। এতে খুশি হয়েছেন কৃষক আবদুস ছাত্তার।
তিনি বলেন, ‘আমি গরিব মানুষ কোথাও ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগ এসে আমার ধান কেটে বাড়িতে দিয়ে গেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, ‘করোনায় কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছে না। খবর পেয়ে জেলা ছাত্রলীগ একটি টিম গঠন করে। যেখানেই শ্রমিক সঙ্কট, সেখানেই ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে। আজ থেকে এ কর্মসূচি শুরু করা হয়েছে।