ঝালকাঠিতে ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে সভা

অবশ্যই পরুন

ঝালকাঠিতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে ‘স্বরণসভা’ করেছে জেলা প্রশাসন।

(৩০ নভেম্বর) শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। শুরুতে আন্দোলনে নিহতদের স্বরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদারসহ আহত ও নিহতদের পরিবারের সদস্য ও ছাত্র সমন্বয়করা।

স্মরণসভায় চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে ঝালকাঠির আহত ও শহীদদের স্মরণ করে বক্তারা বলেন, পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের এ ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় বক্তারা গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

স্মরণসভা শেষে আহত ও নিহত পরিবারের সদস্যদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

স্মরণ সভায় সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ হবে আগামীতে ইসলামপন্থিদের দেশ: শায়খে চরমোনাই

বরিশাল প্রতিনিধি : ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সম্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির, শায়খে চরমোনাই মুফতী...