ঝালকাঠিতে ঢাকাফেরত একজনের করোনা শনাক্ত, ১০ বাড়ি লকডাউন

অবশ্যই পরুন

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে ঢাকা থেকে আসা এক ব্যক্তির (৫১) করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিভিল সার্জন কার্যালয়ে নমুনা সংগ্রহের পাঠানো রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এ ঘটনায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে তাঁর বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ঝালকাঠিতে আতঙ্ক বিরাজ করছে।

জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, গত ৩ মে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আসে ওই ব্যক্তি। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁর নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

পটুয়াখালীতে বৃদ্ধ দম্পতি হত্যার রহস্য উদঘাটন, মূলহোতা গ্রেপ্তার

পটুয়াখালী জেলার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার ও তার স্ত্রী হোসনে আরা...