করোনাভাইরাস সংক্রামণ পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতে ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এর আগে বিকেল ৪টায় জেলা প্রশাসক মো. জোহর আলী এ ঘোষণা দেন। ঝালকাঠি সদর উপজেলার একজন ইউপি সদস্যের করোনা শনাক্ত হয়। আজ সকাল ১১টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এনিয়ে ঝালকাঠি জেলায় শিশুসহ চার জনের করোনা শনাক্ত হলো।এ খবরের পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুরে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায় সদর উপজেলাকে লকডাউনের ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। সন্ধ্যা থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লকডাউন থাকবে বলেও জানান তিনি। ঝালকাঠি জেলায় ২৬৫ জন বৃহস্পতিবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছেন এবং ১৪০ জনের নমুনা বরিশালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৮৬ জন রিপোর্ট এসেছে। তাদের মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ ও বাকি ৮২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।