ডাসারে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

অবশ্যই পরুন

মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই দক্ষিণ মাইজপাড়া পানিতে পড়ে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মাইজপাড়া এলাকার মৃত্যু হয়েছে আপন দুই ভাই মিন্টুর মেয়ে আফরোজা (৮) এবং পান্নুর মেয়ে মারুফা (৫)। সম্পর্কে চাচাতো বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব মাইজপাড়া আনোয়ার নুরানী মাদ্রাসায় পড়াশোনা করিত। প্রতিবেশী শামীম বেপারী বলেন,আফরোজা ও মারুফা দুজনে দুপুর ১:৩০ মিনিটের দিকে বাড়ির পাশের ঘেরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের দাদা আলাউদ্দিন মাস্টার ঘেরে দুজনকে দেখতে পেয়ে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম বলেন,পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

নেছারাবাদে কাচা বাজারের স্টল ঘর উদ্ধোধনে ব্যবসায়িদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নেছারাবাদে জগন্নাথকাঠি বাজারে নব নির্মিত ষ্টল ঘরের উদ্ধোধনে ইউএনও,এসিল্যান্ড সহ পাঁচশত লোকের আপ্যায়নের জন্য ব্যবসায়িদের বসার ব্যবস্থা...