তরমুজ নিয়ে দুই ট্রাক উধাও!

অবশ্যই পরুন

শেবাচিমের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপর...

তিনশ’ ছাড়িয়ে দিন পার করার স্বস্তি

স্টাফ রিপোর্টারঃ ওয়ানডে হোক কিংবা টেস্ট উইকেট বিলিয়ে দেওয়া যেন বাংলাদেশ দলের ব্যাটারদের অভ্যাস। সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম...

নিরাপদ সড়ক নিশ্চিতের দাবীতে বরিশালে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃনিরাপদ সড়ক নিশ্চিতের দাবীতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ নভেম্বর বিকাল ৪...

বরিশাল ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে এ পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ বিভিন্ন দলের ৫ জন...

বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউপির গাজীপুর এলাকা থেকে এক ব্যবসায়ীর তরমুজ বোঝাই দুইটি ট্রাক উধাও হয়ে গেছে।

এ ঘটনায় ব্যবসায়ী মোশাররফ হোসেন লালনশাহ ট্রান্সপোর্ট এজেন্সির মালিক জাহিদ সিকদার ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেছেন। পুলিশ তরমুজ বোঝাই ট্রাক দুইটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ময়মনসিংহ সদর আখুয়া গ্রামের মো. মোশাররফ হোসেন বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউপির গাজীপুর বন্দরে গত দুই বছর ধরে তরমুজের ব্যবসা করে আসছিল। গত বৃহস্পতিবার পটুয়াখালীর জাহিদ সিকদারের লালনশাহ ট্রান্সপোর্ট ও কমিশন এজেন্সি থেকে ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন দুইটি ট্রাক ভাড়া করেন।

ভাড়া করা ট্রাকে গাজীপুর থেকে তরমুজ বোঝাই করে একটি ট্রাক ময়মনসিংহ অপর ট্রাকটি গাজীপুরের টঙ্গীতে পাঠানো হয়। কিন্তু ট্রাক দুইটি গত চারদিনেও গন্তব্য স্থানে পৌঁছায়নি। ওই ট্রাক দুইটির চালক মো. রাসেল ও তামিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এ নিয়ে ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মো. জাহিদ সিকদার ও তার সহযোগী আবুল কালামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা উল্টাপাল্টা কথা বলছে এমন অভিযোগ ব্যবসায়ী মোশাররফ হোসেনের।

এ ঘটনায় মঙ্গলবার তরমুজ ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মো. জাহিদ সিকদার ও তার সহযোগী মো. আবুল কালামের বিরুদ্ধে পটুয়াখালী সদর অভিযোগ দিয়েছেন। পুলিশ তরমুজবোঝাই ট্রাক দুইটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সোহেল রানা বলেন, তরমুজ ব্যবসায়ী মোশাররফ হোসেন দুইটি ট্রাকে তরমুজ বোঝাই করে একটি ময়মনসিংহ এবং একটি গাজীপুরের টঙ্গীতে পাঠিয়েছে। ওই ট্রাক দুইটি বর্তমানে নিখোঁজ রয়েছে।

তরমুজ ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন বলেন, আট লাখ টাকার তরমুজ বোঝাই করে দুইটি ট্রাক ময়মনসিংহ ও গাজীপুরের টঙ্গীতে পাঠিয়েছি। গত চারদিন অতিবাহিত হয়ে গেলেও ট্রাক দুইটির কোনো হদিস পাচ্ছি না। ট্রাক চালকদের মোবাইল নম্বর বন্ধ রয়েছে। প্রশাসনের কাছে দ্রুত ট্রাক দুইটি উদ্ধারের দাবি জানাই।

লালনশাহ ট্রান্সপোর্ট ও কমিশন এজেন্সির মালিক মো. জাহিদ সিকদার ট্রাক ভাড়া দেয়ার কথা স্বীকার করে বলেন, তরমুজ বোঝাই ট্রাক দুইটি এখনো কেন গন্তব্য স্থানে পৌঁছেনি তা আমি জানি না। তবে সন্ধান চলছে।

পটুয়াখালী থানার ওসি মো. মোর্শ্বেদ আলম বলেন, অভিযোগ পেয়েছি। ট্রাক দুইটি উদ্ধারের চেষ্টা চালছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

শেবাচিমের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপর...