তালতলীতে ট্রাক্টারের দুর্ঘটনায় একজন নিহত

অবশ্যই পরুন

বরগুনার তালতলীতে ফসলী জমি চাষ করার মেশিন হামজা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পরলে ঘটনাস্থলে হেলপার মেহেদী হাসান নিহত হয়েছেন। ড্রাইভার বায়েজিদ বরিশাল শেবাচিম হাসপাতালের আইসিইউতে রয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পার্শ্ববর্তী বলেরতবক এলাকায় এ ঘটনা ঘটে।

মেহেদী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক এলাকার জামাল সিকদারের একমাত্র ছেলে। জানা গেছে, বায়েজিদ (২১) ধানের চারা রোপনের জন্য জমি চাষ করার হামজা ট্রাক্টার চালায়। প্রতিদিনের মতো জমি চাষ করার জন্য ট্রাক্টর নিয়ে জমি চাষ করার জন্য যাচ্ছিল।



এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পরে যায়। হামজা ট্রাক্টরে থাকা ড্রাইভার ও হেলপার উভয়ই ট্রারের নিচে চাপা পরেন। ঘটনাটি দেখে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এসে হেলপার মেহেদী হাসানকে (২২) মৃত্যু অবস্থায় ও বায়েজিদকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

নেছারাবাদে কাচা বাজারের স্টল ঘর উদ্ধোধনে ব্যবসায়িদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নেছারাবাদে জগন্নাথকাঠি বাজারে নব নির্মিত ষ্টল ঘরের উদ্ধোধনে ইউএনও,এসিল্যান্ড সহ পাঁচশত লোকের আপ্যায়নের জন্য ব্যবসায়িদের বসার ব্যবস্থা...