তিন শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত, বিদ‌্যুৎহীন কলাপাড়া

অবশ্যই পরুন

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে।

একই সাথে তিন দিন ধরে উপজেলায় বিদ‌্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) থেকে এ অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২১ মে) কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্ম শহিদুল হক এসব তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঝড়ে দুই দফায় পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জোয়ারে বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে ১৪টি গ্রাম প্লাবিত হয়। এতে পানি বন্দি হয়ে পড়েছে অন্তত আট হাজার মানুষ। ভেসে গেছে অসংখ্য পুকুর-ঘেরের মাছ।

এছাড়া সাগরের জোয়ারের পানিতে পর্যটন নগরী কুয়াকাটা সৈকতের কয়েকশ’ কাঁচা দোকান ভেসে গেছে।

নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত বলেন, ‘১৬৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় নব্বই লক্ষ মানুষ আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার সকালে এসব মানুষজন বাড়ি ফিরে গেছে। ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ দ্রুততার সাথে চলছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ হবে আগামীতে ইসলামপন্থিদের দেশ: শায়খে চরমোনাই

বরিশাল প্রতিনিধি : ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সম্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির, শায়খে চরমোনাই মুফতী...