বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ইমন মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর-খাজুরিয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বুধবার রাত পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত সুপার মো. নাঈমুল হক।
তিনি জানান, ইমন বিকেলে নদীতে গোসল করতে নেমে ঝড়ো বাতাসের কবলে পরে ডুবে যায়। রাত ১০টার দিকে তার মরদেহ নদীতে ভেসে উঠে।