“বিশ্ব সম্পৃক্তকরণে স্থানীয় সেবা” এ শ্লোগান নিয়ে জাতীয় স্বর্নপদক পুরস্কার প্রাপ্ত বরিশালের গৌরনদীর নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯তম বার্ষিক সাধারন সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্টান শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়।
উপজেলার নলচিড়া বাজার সংলগ্ন ক্রেডিট ইউনিয়নের নিজস্ব মাঠে এনসিসিইউএল এর ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ রিয়াদ হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ গোলাম কবীর শরীফ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা সমবায় অফিসার শেখ শাহ্ জামাল, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ক্যালবের বরিশাল অঞ্চলের ম্যানেজার আব্দুল আউয়াল, গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ বাদশা ফকির, নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুশীল কুমার করাতী, সাধারন সম্পাদক ফিরোজ মিয়া মকুল, আওয়ামীলীগ নেতা মামুনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া। ক্রেডিট ইউনিয়নের প্রধান নির্বাহী মোঃ ফারুক হোসেনের সঞ্চলায়নায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি কামাল হোসেন খান, সাধারন সম্পাদক কাজী মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য বিলকিস বেগম, হেনা খানম, ঋণদান পরিষদের সভাপতি কামরুজ্জামান রতন, সম্পাদক আবু সেলিম খানসহ সমিতির সদস্যবৃন্দ। শেষে সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে বৃত্তির নগদ টাকা ও পুরস্কার বিতরণ করা হয়।