এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বরিশালের উজিরপুরে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ডব্লিউ বি ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা পর্যবেক্ষক ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা আনিসা বেগম তাকে বহিষ্কার করেন। বিষয়টি তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। পরীক্ষার্থীরা জানান, ওই কেন্দ্রের একটি কক্ষে সোমবার এইচএসসি বিএম শাখার “কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন-২” বিষয়ের লিখিত পরীক্ষা চলছিল। হঠাৎ বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্রে একজন নারী পর্যবেক্ষক পরীক্ষা পর্যবেক্ষন করতে যান। এ সময় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।