পরীক্ষায় অসদুপায় অবলম্বনে উজিরপুরে এক শিক্ষার্থী বহিষ্কার

অবশ্যই পরুন

এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বরিশালের উজিরপুরে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ডব্লিউ বি ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা পর্যবেক্ষক ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা আনিসা বেগম তাকে বহিষ্কার করেন। বিষয়টি তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। পরীক্ষার্থীরা জানান, ওই কেন্দ্রের একটি কক্ষে সোমবার এইচএসসি বিএম শাখার “কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন-২” বিষয়ের লিখিত পরীক্ষা চলছিল। হঠাৎ বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্রে একজন নারী পর্যবেক্ষক পরীক্ষা পর্যবেক্ষন করতে যান। এ সময় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

পিরোজপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ। আজ মঙ্গলবার সকালে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর...