পেশাজীবি সাংবাদিক সংগঠনের নিন্দা প্রকাশিত সংবাদের জের ধরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

অবশ্যই পরুন

প্রকাশিত সংবাদের জের ধরে দৈনিক যুগান্তর এর বরিশালের গৌরনদী প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপনকে অকথ্য ভাষায় গালগাল করে তাকেসহ তার পরিবারবর্গকে জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় মঙ্গলবার গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
সাংবাদিক মোঃ আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, গত ৩০ মার্চ দৈনিক যুগান্তর পত্রিকায় “শশ্বর শশ্বড়ির উপর হামলায় গৌরনদীতে গ্রেফতার এক” শীরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে ক্ষিপ্ত হয়ে বার্থী গ্রামের সামছুল হক পাওলানের পুত্র বকতিয়ার পাওলান তার (রিপন) বাড়িতে গিয়ে সংবাদ প্রকাশ কারণে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক রিপনকে অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় সাংবাদিকসহ তার পরিবারবর্গকে জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় পেশাজীবি সাংবাদিক সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ও সদস্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে কারণ দর্শানোর নোটিশ

দলের নির্দেশনা উপেক্ষা করে মোটরসাইকেল শোভাযাত্রা করে জনভোগান্তি সৃষ্টির জন্য বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান (ফারুক) ও সদস্যসচিব...