বনের হনুমান লোকালয়ে, উৎসুক মানুষের ভিড়

অবশ্যই পরুন

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের এক বাড়িতে হনুমান এসেছে, এটিকে দেখতে ভিড় জমাচ্ছে গ্রামবাসী।

এলাকাবাসী জানান, দুপুরের দিকে সদর ইউনিয়নের রুহিতা গ্রামের জব্বার মোল্লা বাড়ির বাগানের গাছে হনুমানটি দেখা যায়। এ দৃশ্য দেখতে উৎসুক গ্রামবাসী ভিড় জমিয়েছে। হনুমানটি কখনো গাছে আবার কখনো মাটিতে বিরচণ করছে। কেউ কেউ দূর থেকে খাদ্যদ্রব্য ছুড়ে দিলে খেয়ে সাবাড় করছে। তবে কোথা থেকে এসেছে, কেউ বলতে পারছেনা।

খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহ ধরে হনুমানটিকে পাথরঘাটার বিভিন্ন এলাকায় বিচরণ করতে দেখা গেছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, হনুমান মূলত যশোর থেকে কলার গাড়িতে চলে আসে।

বিভাগীয় বন কর্মকর্তা (পটুয়াখালী-বরগুনা) আমিনুল ইসলাম বলেন, হনুমানটিকে নজরে রেখেছে বন বিভাগ। নিরাপদে যাতে আবাসস্থলে ফিরে যেতে পারে, সে ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট রেঞ্জের কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

পটুয়াখালীতে বৃদ্ধ দম্পতি হত্যার রহস্য উদঘাটন, মূলহোতা গ্রেপ্তার

পটুয়াখালী জেলার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার ও তার স্ত্রী হোসনে আরা...