বরগুনায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় বজ্রপাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে দুইজন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় বরগুনা পুলিশ লাইনস, সদর উপজেলার মাইঠা, বুড়িরচর ইউপির বড়লবণগোলা গ্রামে এসব ঘটনা ঘটে।
মৃত মোহাম্মাদ প্রিন্স ওই গ্রামের নান্না হাওলাদারের ছেলে। তিনি বরিশাল বিএম কলেজের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার আগে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে শতাধিক আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ওই সময় বিধ্বস্ত ঘরের নিচে চাপা পরে দুইজন আহত হন। তাদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুড়িরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।