বরগুনায় পানির পাম্প চুরির ঘটনায় দুই চোর গ্রেপ্তার

অবশ্যই পরুন

 বরগুনা প্রতিনিধি: ১৮ মার্চ ২০২৫  বরগুনা থানার পুলিশের অভিযানে চোরাইকৃত সাবমারসিবল পানির পাম্পসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬:১০ মিনিটের সময় বরগুনার ৪ নম্বর ইউনিয়নের ডৌয়াতলা বাজারের পশ্চিম পাশে মিজু মিয়ার দোকানের সামনে থেকে এই দুই চোরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ১।

মোঃ জহিরুল (২২), পিতা- মোঃ আলমগীর, সাং- লতাবাড়িয়া ৯ নং ওয়ার্ড, ৪ নং কেওড়াবুনিয়া ইউপি, থানা ও জেলা- বরগুনা। ২। মোঃ হৃদয় মৃধা (১৯), পিতা- মোঃ সিদ্দিক মৃধা, সাং- লতাবাড়িয়া ৯ নং ওয়ার্ড, ৪ নং কেওড়াবুনিয়া ইউপি, থানা ও জেলা- বরগুনা। স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ এই দুই চোরকে হাতেনাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে চোরাইকৃত একটি সাবমারসিবল পানির পাম্প উদ্ধার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বরগুনা থানার এক কর্মকর্তা জানান, সম্প্রতি এলাকায় পানির পাম্প চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছিল। পুলিশের নজরদারি ও স্থানীয়দের সহায়তায় চোরদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এদিকে, এ ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা পুলিশের এই কার্যক্রমের প্রশংসা করেছেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

নেছারাবাদে কাচা বাজারের স্টল ঘর উদ্ধোধনে ব্যবসায়িদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নেছারাবাদে জগন্নাথকাঠি বাজারে নব নির্মিত ষ্টল ঘরের উদ্ধোধনে ইউএনও,এসিল্যান্ড সহ পাঁচশত লোকের আপ্যায়নের জন্য ব্যবসায়িদের বসার ব্যবস্থা...