বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী বাজারের বেকারি ব্যবসায়ী বশির হাওলাদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরন করেছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ঘটখালী গ্রামের কাদের হাওলাদারের ছেলে বশির হাওলাদার দীর্ঘদিন ধরে খেকুয়ারী বাজারে বেকারি ব্যবসা করে আসছিল। সোমবার সন্ধ্যায় নিজের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলহাজ্ব হারুন অর রশিদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ব্যবসায়ী বশির হাওলাদার মারা যান।