বরগুনায় কারামুক্ত হলেন ১১ বন্দি

অবশ্যই পরুন

নভেল করোনা (কোভিড-১৯) মহামারির কারণে বরগুনায় লঘু অপরাধে দণ্ডিত ১১ কারাবন্দিকে মুক্তি দেয়া হয়েছে।

শনিবার (৯ মে) বরগুনা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার আনোয়ার হোসেন জানান, গত ২ এপ্রিল শর্তানুযায়ী ২২ জন কারাবন্দির নাম উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মুক্তির প্রস্তাব পাঠানো হয়েছিলো।

গৃহীত প্রস্তাব থেকে ফিরতি চিঠিতে বরগুনা জেলা কারাগারের ১১ কারাবন্দিকে মুক্তি দেওয়ার একটি নির্দেশনা পাঠানো হয়। আদেশ পৌঁছানো মাত্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশানুযায়ী এ পর্যন্ত ১১ কারাবন্দিকে মুক্তি দিয়েছে বরগুনা জেলা কারাগার। গত ৩ এপ্রিল একজন ও ৮ এপ্রিল ১০ জনসহ মোট ১১ বন্দিকে বরগুনা জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

জেল সুপার আরো জানান, করোনা পরিস্থিতিতে দেশের কারাগারগুলো থেকে কম সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তি দেয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ওই কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি ৪০১ এর (১) ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ মুক্তির আদেশ দিয়েছেন।

তবে কারামুক্ত বন্দিদের পরিচয় প্রকাশ করাতে বাধ্য বাধকতা থাকায় ওই ১১ কারাবন্দির নাম-ঠিকানা জানানো হয়নি বলেও জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

জাটকায় সয়লাব বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র

স্টাফ রিপোর্টারঃবরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র পোর্টরোড বাজারে জাটকা ইলিশে সয়লাব। বাজারের মাছ বিক্রেতারা জাটকা ইলিশ হাঁকডাক দিয়েই বিক্রি করছেন।...