বরগুনার আমতলী উপজেলায় দোকানের তালা ভেঙে চোরচক্র দোকানের অন্তত তিন লাখ টাকার ওষুধ নিয়ে গেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার গোজখালী বাজারে জসিম খলিফার দোকানে এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, জসিম খলিফা দীর্ঘদিন ধরে ওষুদের ব্যবসা করে আসছিলেন। শুক্রবার গভীর রাতে চোরচক্র তালা ভেঙে দোকানে প্রবেশ করে। পরে দোকানে থাকা সমুদয় ওষুধ নিয়ে যায়। পরে তারা ওষুধ নিয়ে বক্সগুলো খালের পাশে ফেলে রাখে।
ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, চোরচক্র দোকান থেকে তিন লাখ টাকার ওষুধ নিয়ে গেছে।
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।