বরগুনায় র‌্যাবের অভিযানে জেএমবি’র ২ সদস্য গ্রেপ্তার

অবশ্যই পরুন

র‌্যাব-৮ উপকূলীয় এলাকা বরগুনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দাওয়াতি শাখার দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বরগুনা সদরের কদমতলী এলাকার মো. সিদ্দিকুর রহমান এর পুত্র আবদুর রহমান(৪৪) এবং একই উপজেলার নূর মোহাম্মদ হাওলাদার এর পত্র মো. আলমগীর(৪৩)।

সোমবার বিকেলে এক এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।
র‌্যাব সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে গ্রেপ্তার হয় ওই ২জন। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই এবং লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে।

এছাড়া দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, বরগুনা সহ দেশের বিভিন্ন স্থানে গোপন মিটিং লিফলেট বিতরণ, সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ি—ঘর জবর দখল থেকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম। সোমবার...