বরগুনা জেলা লকডাউন ঘোষণা

অবশ্যই পরুন

বরগুনা জেলাকে আজ শনিবার বেলা ১২টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার ওই জেলায় নতুন করে আরও ৪ জন করোনা পজিটিভ সনাক্ত হন। এরপর রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ জেলা কমিটির সভায় জেলাকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার পর্যন্ত ওই জেলায় আক্রান্ত হয়েছেন মোট ৯ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে বেতাগী উপজেলার বিবি চিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের খলিলুর রহমান(৭২) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সন্ধ্যায় মারা যান। আক্রান্ত অপর ৩ জনের একজনের বাড়ী বরগুনার বামনা উপজেলার পশ্চিম শফিপুর। তিনি রাজধানীতে গার্মেন্টসে চাকরি করতেন।

অপর দুজনের একজনের বাড়ি বরগুনার খাকবুনিয়া ও মাইঠা গ্রামে। এদের মধ্য এক কিশোর (১৬) বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে রয়েছে। অপর দুজন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাকেরগঞ্জে জমি দখল করে পুলিশ সদস্যর ভবন নির্মাণ,বাঁধা দেয়ায় মালিককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় জোরপূর্বক জমি দখল করে এক পুলিশ সদস্য ভবন নির্মাণ শুরু করেছেন।এতে জমির...