নগরীর রায় রোডে শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডে একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
এসময় এ্যাডভোকেট স্বপন কুমার দত্তের চেম্বারসহ আরও একটি ফার্নিচারের দোকান আংশিক পুরে গেছে। তথ্যের সত্যতা স্বীকার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশালের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ঘটনার পর পরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।