বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু

অবশ্যই পরুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসগ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের জ¦র, কাশি ও প্রচন্ড শ্বাস কষ্ট ছিলো।

 

মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।

 

মৃত্যু রোগীদের মধ্যে ৪৫ বয়সী একজনের বাড়ী মুলাদী পৌরসভার ৭ নং ওয়ার্ডে। তিনি গতকাল শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হন এবং আজ শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মারা যান। এছাড়া অপর ৬০ বছর বয়সী মৃত্যু রোগীর বাড়ী বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠী গ্রামে। তিনি আজ সকাল ১০টায় ভর্তি হন এবং বেলা সাড়ে ১২ টায় মারা যান।

 

এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা যান ৩১ জন। এর মধ্যে ৩ জনের করনা সনাক্ত হয়। এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৩ রোগী। এর মধ্যে ৬১ জনের দেহে করোনা সনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এস এম মনিরুজ্জামান।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাকেরগঞ্জে জমি দখল করে পুলিশ সদস্যর ভবন নির্মাণ,বাঁধা দেয়ায় মালিককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় জোরপূর্বক জমি দখল করে এক পুলিশ সদস্য ভবন নির্মাণ শুরু করেছেন।এতে জমির...