বরিশালে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

অবশ্যই পরুন

করোনা উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রথম কোন সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) রাত সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করা ওই পুলিশ সদস্যের নাম সোহেল মাহমুদ (৩৫)।

তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং এন্ড ওয়েলফেয়ারে কনস্ট্রেবল পদে কর্মরত ছিলেন।

তার বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামে; পিতার নাম আব্দুল মালেক মুন্সি।

জানা গেছে, ডায়াবেটিস, জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাত ৯টার দিকে সোহেল মাহমুদকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৩০ মিনিটে মারা যান তিনি।

তবে সোহেল মাহমুদ করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।মৃত্যুর পরে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

স্মার্টকার্ড বিতরণ কালে ১৫ জন মহিলার গলার স্বর্ণের চেইন চুরি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় স্মার্টকার্ড আনতে গিয়ে ১৫ জন মহিলার স্বর্ণালংকার চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায়...