বরিশালে নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুন) বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামচরী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উত্তর লামচরীর গণিমেম্বারের হাট সংলগ্ন হাওলাদার বাড়িতে খালার বাড়ি থেকে পড়াশুনো করতো লামচরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আফিফা (ছদ্মনাম)। বুধবার রাত সাড়ে ৮ টায় একই বাড়ির
সরুবালী হাওলাদারের ছেলে জুয়েল মেয়েটিকে রান্নাঘর থেকে ওরনা দিয়ে মুখ চেপে ধরে নিয়ে পাশ্ববর্তী নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করেন।
পরে মেয়েটি চিৎকার করলে লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম। এ ঘটনায় ধর্ষক জুয়েলের বিচারের দাবী জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।