বরিশালে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

অবশ্যই পরুন

প্রতিবন্ধী শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরিশাল উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়ের (ডিএলআরসি অফিস) কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো. আক্তার জামীলের নেতৃত্বে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব অর্থায়নে নগরীর কাউনিয়া, শিশুপার্ক কলোনি, চরমোনাই খেয়াঘাট কলোনি ও রসুলপুর এলাকার প্রতিবন্ধী শিশু পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

একইদিন আসন্ন রমজান উপলক্ষে করোনার প্রভাবে সরকারের নির্দেশে ঘরে থাকা নিন্ম আয়ের দিনমজুর শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, আলু বিতরণ করা হয়।

অপরদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশালের কাঠালিয়ার কর্মহীন মানুষের মাঝে বুধবার সকালে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী আনোয়ার জাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আজাদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সদর ইউপির তিন শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ভাইস-চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার, যুবলীগ নেতা মিঠু সিকদার প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

নেছারাবাদে কাচা বাজারের স্টল ঘর উদ্ধোধনে ব্যবসায়িদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নেছারাবাদে জগন্নাথকাঠি বাজারে নব নির্মিত ষ্টল ঘরের উদ্ধোধনে ইউএনও,এসিল্যান্ড সহ পাঁচশত লোকের আপ্যায়নের জন্য ব্যবসায়িদের বসার ব্যবস্থা...