বরিশালে বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে জমে পানি, পাঠদান ব্যাহত

অবশ্যই পরুন

বরিশালের মুলাদীতে বৃষ্টি হলেই চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে ব্যাহত হয় পাঠদান। আজ বুধবার সারা দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাঠদান করতে পারেননি শিক্ষকেরা। শিক্ষার্থীদের বই–খাতা ও ব্যাগ ভিজে একাকার হয়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ১৯৯৮-৯৯ অর্থবছরে বিদ্যালয়টির দুটি টিনশেড ভবন নির্মাণ করা হয়। ২০১২ সালের দিকে বর্ষায় টিনের চালা দিয়ে পানি পড়া শুরু হলে উপজেলা প্রশাসন কয়েকটি টিন পরিবর্তন করে দেয়। এরপরে এক যুগ পেরিয়ে গেলেও বিদ্যালয়ের কোনো সংস্কার করা হয়নি। তিনি আরও বলেন, সামান্য বৃষ্টি হলেই পুরোনো টিনের চালা দিয়ে পানি পড়ে শ্রেণিকক্ষের মেঝে স্যাঁতসেঁতে হয়ে যায়।



প্রশাসনিক কক্ষে পানি পড়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত পুরোনো ভবনগুলো ভেঙে পাকা ভবন নির্মাণ করা প্রয়োজন। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি শিক্ষার্থী আছিয়া আক্তার বলে, বর্ষা শুরু হলেই বিদ্যালয়ে ক্লাস করতে ভয় করে। বেঞ্চ ভিজে যাওয়ায় অনেক কষ্ট করে শ্রেণিকক্ষে বসতে হয়। বৃষ্টিতে বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। বেশি বৃষ্টি হলে তো কোনো ক্লাসই করা যায় না।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমস্যার বিষয়টি অবহিত করেছেন। টিনের চালা দ্রুত সংস্কার করার পাশাপাশি নতুন পাকা ভবন নির্মাণের চেষ্টা চলছে।’

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

স্মার্টকার্ড বিতরণ কালে ১৫ জন মহিলার গলার স্বর্ণের চেইন চুরি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় স্মার্টকার্ড আনতে গিয়ে ১৫ জন মহিলার স্বর্ণালংকার চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায়...