বরিশাল নগরের পোট রোড এলাকার সুতা ব্যবসায়ী আনিস সিকদারকে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ অর্থ ও মালামাল লুটপাট করা হয়েছে। মুমূর্ষ অবস্থায় ওই ব্যবসায়ীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার সকালে আহতের স্বজন সজীব হোসেন জানান, আনিস শিকদারের সাথে তার সহদর ওয়ারেজ সিকদার,
জহিরুল ও কামাল শিকদারের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে আনিস সিকদারের সহদররা ৮/১০জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তার (আনিস) ব্যবসায়ীক প্রতিষ্ঠানে প্রবেশ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ী আনিসকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করে।