বরিশালে ভুল অপারেশনে রোগীর মৃত্যু!

অবশ্যই পরুন

বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের রয়েল সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় সোনিয়া নামে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এর আগেও হাসপাতালটির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে অনেকবার। কিন্তু অদৃশ্য ক্ষমতা বলে পার পেয়ে যাচ্ছেন এর ডাক্তার রফিকুল বারী ও তার স্ত্রী আফরোজা আক্তার।

গত ২০ এপ্রিল সিজার করানোর জন্য রয়েল সিটি হাসপাতালে আসেন ঝালকাঠির বিনয় কাঠী গ্রামের বাজেত হাওলাদার বাড়ির প্রবাসী সাইফুলের স্ত্রী সোনিয়া ।

সোনিয়ার স্বজনরা অভিযোগে জানান, ভুল সিজারের কারণে ইনফেকশন হয় সোনিয়া আক্তারের। আর সে কারণেই আবার অপারেশন করাতে হবে বলে জানান রয়েল সিটি হাসপাতাল কর্তৃপক্ষ।

সোনিয়ার মা রহিমা বেগম বলেন, আমার মেয়েকে গত ২৩ এপ্রিল রয়েল সিটি হাসপাতালে ভর্তি করি। ডাক্তার তানিয়া আফরোজের অধীনে।

রোববার তানিয়া আফরোজ আমার মেয়েকে দেখে বলেন সোমবার অপারেশন হবে সকাল ৮টায়। সকাল ৮টায় অপারেশন শুরু করে তানিয়ার স্বামী ডাক্তার মনিরুল আহসান।

দুপুর ২টায় আমাদের জানানো হয় রোগীর অবস্থা খারাপ। আপনারা এই টেস্টগুলো করান। টেস্টে আসে ১২ হাজার টাকা। আমাদের সন্দেহ হলে তারা বলেন এখনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শের-ই-বাংলা মেডিকেলে নিয়ে যাবার পর ইমার্জেন্সি ডাক্তার নাজমুস সাকিব আমার মেয়েকে পরীক্ষা নিরীক্ষার পর বলে এ রোগী তো অনেক আগে মারা গেছে।

এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করা হবে বলে জানান নিহতের চাচাতো ভাই বাবুল হাওলাদার।

রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজি আফরোজা, অপারেশন করা ডাক্তার মনিরুল আহসান ও তানিয়া আফরোজের মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ সংবাদ

বাকেরগঞ্জে জমি দখল করে পুলিশ সদস্যর ভবন নির্মাণ,বাঁধা দেয়ায় মালিককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় জোরপূর্বক জমি দখল করে এক পুলিশ সদস্য ভবন নির্মাণ শুরু করেছেন।এতে জমির...